এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০:৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শংকর কুমার মল্লিক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাহার আলী খান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল বিক্রম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ। আগামী ১৫ ই মার্চ-২০২৫ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পে ৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।