এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনিতে গ্রাম পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার শোভনালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ বিল্লাল হোসেন শনিবার(৭ ডিসেম্বর) দুপুরে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাটরা গ্রামের মৃত ইমান আলী সরদারের পুত্র গ্রাম পুলিশ মোঃ বিল্লাল হোসেন বলেন-বাটরা গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র আরিফুল ইসলাম গংদের সাথে ৩০/১২/২১ইং তারিখে মৎস্য ঘেরের দ্বন্দ্ব নিয়ে স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে দুই পক্ষের বসাবসি হয়।সেই শালিসে তারা মৎস্য ঘের নিয়ে আমাদের আপত্তি না থাকায় উপস্থিত শালিসকারকরা তাদের দখলে দিয়ে দেয়। সেই থেকে শান্তিপূর্ণভাবে মৎস্য ঘের করে আসছিল তারা। পরবর্তীতে তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে। এরপর একই মৎস্য ঘের ০১/০১/২০২২ সালে বাটরা গ্রামের শহিদুল ও রিয়াছাত আলীর কাছে ডিড দেয়। ডিড দেওয়ার পর শান্তিপূর্ণভাবে মৎস্য ঘের পরিচালনা করেও কোনো ঘটনা ছাড়াই আমাদের নামে তারা সিআর মামলা নং ৩৮৮/২৪ ও ৪৩০/২৪ নং মিথ্যা ঘের দখলের মামলা এবং দ্রুত বিচার আইনে ৯১/২৪ নং মামলা করেন। আমাদেরকে হয়রানী করতে মিথ্যা সংবাদ সম্মেলন করা সহ মিথ্যা মামলা দায়েরের চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলা ও ষড়যন্ত্র থেকে রেহাই পেতে গ্রাম পুলিশ বিল্লাল হোসেন জেলা প্রশাসক,পুলিশ সুপার মহোদয়সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।