ঢাকাSunday , 23 March 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জামায়াত কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news_admin
March 23, 2025 4:17 pm
Link Copied!

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আঃ করিমের ইন্দনে জামায়াতের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেকাকাশিপুর খেয়াঘাট এলাকায় শত শত পুরুষ মহিলার উপস্থিতিতে ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ মোশাররফ হোসেন,কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আবু বকর সিদ্দিক,পেশাজীবী বিভাগের সভাপতি গোলাম মোস্তফা সরদার,যুব বিভাগের সভাপতি মোঃ ইউনুছ আলী,আকবর আলী,সোনাভান বিবি,মনিরা বেগম প্রমুখ। বক্তারা বলেন-গত ২০ মার্চ সকালে টেকা কাশিপুর গ্রামের দাউদ সানার স্ত্রী সোনাভান বিবির সাথে পার্শ্ববর্তী আব্দুস সালামের সাথে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে কাদাকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল করিম সানা ঘটনাস্থলে এসেই সালামের পক্ষ নিয়ে সোনাভানের উপর হামলে পড়ে তাকে রক্তাক্ত জখম করে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য বিকালে বসাবসির উদ্যোগ নিলে করিম সানা তার দলবল নিয়ে ফের হামলা করে। এতে সোনাভানের ছেলে কোহিনূর,আইনুর ও শাহিনুর তাদের বেধড়ক মারপিটে রক্তাক্ত জখম হয়। এতো কিছুর পরেও গ্রামের মুরুব্বিরা থানায় না গিয়ে শান্তিপূর্ণ ভাবে মিমাংসার কথা বলে। কিন্তু করিম সানা মামলার বাদীকে ভুল বুঝিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারসহ জামায়াতের ১২জন কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুর,সালামের স্ত্রী শেফালীর বাচ্চা নষ্ট করার মত ঘৃণ্য ও মিথ্যা অভিযোগ তুলে থানায় মিথ্যা এজাহার দায়ের করিয়ে নেয়।
গ্রামের মহিলারা বলেন করিম সানা লম্পট প্রকৃতির। সে দীর্ঘ দিন ধরে অসৎ উদ্দেশ্যে সালামের বাড়িতে যাতায়াত করে। মামলার পর থেকে তার লোকজন রাতে আমাদের বাড়িতে এসে মহিলাদের উত্যক্ত করে যাচ্ছে। তাদের ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছিনা বলে অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবার সহ জামায়াতের ১২ নেতা-কর্মীকে অবিলম্বে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।