আলমগীর কবির কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব অধিকার পরিষদের কালিগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুছানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহঃ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াছিন আরাফাত, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি তবিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি শারাফাত হোসেন, পেশাজীবী অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি ঢালী হাফিজুর রহমান, ছাত্র অধিকার পরিষদের
ইকবাল হোসেন, কালিগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেল, কালিগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক আহবায়ক শিমুল, ব্যবসায়ী হাসানুর রহমান হাসান এবং জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।