মাসুদ রানা, সাতক্ষীরা:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে ১১ই মার্চ ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ ই মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে সকাল ১০ টায় ইসলামী ছাত্রশিবিরের পৌর পূর্ব থানা সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদের সঞ্চালনায় শহীদ দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক হা. শারাফাত হুসাইন লিটিল।
প্রধান অতিথি আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ছাত্রশিবিরের উপর চরম জুলুম, নির্যাতন, নিপীড়ন চলতে থাকে। সকল বাধার পাহাড় ডিঙিয়ে ছাত্রশিবির এগিয়ে যেতে থাকলে বিরোধীরা নবীন এ সংগঠনটিকে কুঁড়িতেই নিঃশেষ করার জন্য বৃহৎ হত্যাকাণ্ড সংঘটিত করার পরিকল্পনা করে।তারই অংশ হিসেবে ১৯৮২ সালের ১১ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে ইসলামবিরোধী শক্তির হাতে প্রাণ হারান আমাদের প্রিয় ভাই শহীদ সাব্বির আহমেদ, শহীদ আব্দুল হামিদ, শহীদ আইয়ুব ও শহীদ আব্দুল জব্বার। সেদিন থেকেই বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির এ দিনটিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করে আসছে। এ সকল শহীদ ভাইদের স্মৃতি বুকে ধারণ করে শাহাদাতের দৃঢ় তামান্না নিয়ে চললে বিজয় সুনিশ্চিত হবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম হবে।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।