ঢাকাTuesday , 11 March 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত

news_admin
March 11, 2025 3:31 pm
Link Copied!

কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিলটি তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মিছিল হতে, তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই, “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। বিক্ষোভ মিছিল
শেষে ডাক বাংলার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ সাকিব মির্জা, তালা ইসলামী ছাত্র শিবির উপজেলা সভাপতি আল-জাবানুল বান্না, নারী নেত্রী ফাইমা হোসেন ফুল, তালা সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক মোঃ রিপন ইসলাম, ছাত্রদল নেতা মোঃ সোহাগ হোসেন, ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ধর্ষণের বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মানববন্ধন হতে ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত,ধর্ষকদের আটক রাখা ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন জন্য আইন তৈরীর জোর দাবি জানানো হয় ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।