স্টাফ রিপোর্টারঃ জনতা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা সুলতানপুর বাজার শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের বিপরীত ব্যাংকের নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, সাতক্ষীরা এরিয়ার উপ মহাব্যবস্থাপক মোঃ রুকুনুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এজিএম রবিউল ইসলাম, মোঃ আব্দুল আহাদ, শেখ বে-নজির আহম্মেদ, স্টাফ অফিসার মিন্টু কুমার সরখেল সহ জনতা ব্যাংক পি এল সি সাতক্ষীরা এরিয়ার বিভিন্ন শাখা ব্যবস্থাপকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ব্যাংকের গ্রাহক বৃন্দ এবং সমাজের সুধীজন উপস্থিত ছিলেন। শাখা ব্যবস্থাপক বলেন, নতুন ভবনে আধুনিক পরিবেশে আরো ভালো, স্মার্ট গ্রাহক সেবা প্রদানে জনতা ব্যাংক বদ্ধপরিকর।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                 
                                     
                                 
                                 
                                 
                                