সাতক্ষীরা জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত
ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশি আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে
মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরা সংবাদদাতাঃ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আগামীতে জামায়াতে ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের যে কোনে ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। সকলে মিলে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশী আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে। এব্যাপারে অন্তর্বর্তী সরকার ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক
জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যােগে ইউনিয়ন সভাপতি-সেক্রেটারীদের নিয়ে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার ( ৮মার্চ) মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাষ্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বাংলাদেশের রাজনীত ও জামায়াতে ইসলামীর করণীয় শীর্ষক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, শিক্ষা শিবিরের বিশেষ অথিথির বক্তব্যে মহাগ্রন্থ আল কুরআনের সূরা তওবার ৩৪ ও ৩৫ নং আয়াতের উপর দারসুল কোরআন তুলে ধরেন দলটির কেন্দ্রীয় শূরা সদস্য সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, ভিশন ৪৮ ও পরিকল্পনা ২০২৫ বাস্তবায়নে ইউনিয়ন দায়িত্বশীলদের করণীয় শীর্ষক আলোচনা করেন জামায়াতের জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র ভিত্তিক সংগঠন মজবুতি করণ বিষয়ে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,
সংগঠন পদ্ধতির উপর আলোচনা রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ,আনুগত্য, পরামর্শ ও মহাসাবার উপর কুরআন হাদীসের আলোকে আলোচনা করেন সংগঠনের জেলা সহকারী সেক্রেটারী মোঃ মাহবুবুল আলম,
শুরুতে দারসে কোরআন পাঠ করেন মাওঃ শেখ আব্দুল হক। জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদার সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে সকাল ৯টায় শুরু হওয়া জেলা জামায়াত আয়োজিত শিক্ষা শিবির শেষ হয় কিকাল ৪টায়।