শরিফুল ইসলাম কুশখালী প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ঐতিহ্যবাহী কাথন্ডা আমিনিয়া আলিম মাদরাসার একটি গেট নির্মানের কাজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকাল ৫ টার সময় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল গফফার এর সভাপতিত্বে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সকলের সু পরামর্শে সবসম্বতিক্রমে পান্তিপাড়া মোড়ের মসজিদ সংলগ্ন এলাকা ২১ ফুট লম্বা একটি গেট করার সিদ্ধান্ত গৃহিত হয়। যার একটি পিলিয়ার মোঃ আয়জদ্দীনের জমিতে অন্যটি মসজিদের টয়লেট সংলগ্ন করার সিদ্ধান্ত হয়। এসময় উপস্তিত ছিলেন অত্র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জামাল উদ্দীন, ইউনিয়ন জামায়াতে আমীর জালাল উদ্দীন, আগড়দাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুল ইসলাম, শিক্ষক শামছুর রহমান, জামায়াতের পেশাজিবী সংগঠনের নেতা সাইফুল ইসলাম, দাতা সদস্য নজরুল ইসলাম, মাদরাসা মসজিদের ইমাম আলহাজ্ব অহিদুজ্জামান, মেম্বার মফিজুল ইসলাম,সিরাজুল ইসলাম,আয়জদ্দীন, কামরুল ইসলাম, মোস্তফা, ইকবাল ও জিম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।