ঢাকাMonday , 20 January 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় বাজার মনিটরিং করলেন ইউএনও-ওসি

news_admin
January 20, 2025 3:28 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া – সখিপুর বাজার মূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকটের জন্য মনিটরিং করলেন- দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হযরত আলি। ২০ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় বাজারের বিভিন্ন স্থানে মনিটরিং এর সময়ে তাদের সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি দোকানের মূল্য তালিকা সাটানো আছে কিনা ও বিভিন্ন বিষয়ের উপর ব্যবসায়ীদের দোকানে যেয়ে খোঁজ খবর নেয়। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং করা হচ্ছে, তবে এ মনিটরিং অব্যহত থাকবে। দেবহাটা থানার ওসি হযরত আলী বলেন, আমার দেবহাটায় বিভিন্ন বাজার ঘুরে ভালো লেগেছে যে, এখানে দোকানে মূল্য তালিকা টানানো আছে, সাথে সাথে বিভিন্ন মাংসের দোকানে শুনলাম যে,এখানে সব মুরগী বা গরু মসজিদের হুজুর দিয়ে জবাই করা হয়। এসময় তিনি ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়ে আরো বলেন, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা করার আহ্বান করেন এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।