মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ: বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখা অফিস রুমে ২৫টি অসহায় দুস্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি কাজী হাবিবুর রহমানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য ডাক্তার আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা যুব বিভাগের টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফ হোসেন, নলতা ইউনিয়ন শাখার নায়েবে আমির মোহাম্মদ রফিকুল ইসলাম , জামায়াত নেতা নিজামুদ্দিন, আশিকুর রহমান,সহ বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি দুস্থ অসহায়দের সাহায্যর্থে বৃত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়ে সুস্থ সুন্দর মানবিক সমাজ বিনির্মানে ইসলামের সু-মহান আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।