ঢাকাSaturday , 18 January 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরন

news_admin
January 18, 2025 4:54 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় পারুলিয়া কম্পিউটার হোম এন্ড চাইল্ড স্কুলে ৫শতের অধিক অসহায় শীতার্ত মানুষদেরকে এই শীতার্ত মানুষদেরকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে এই সমাজসেবামূলক কার্যক্রমের অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিন।
ফেয়ার মিশনের প্রচার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইলিয়াস হোসেন, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, সাধারন সম্পাদক আবু রায়হান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ফেয়ার মিশনের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানিয়ে সকল কাজে তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের সদস্যবৃন্দ সুশৃঙ্খলভাবে সকলের মধ্যে কম্বল বিতরন সম্পন্ন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।