নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর আয়োজনে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. খোরশেদ আলম এর সঞ্চালনায় কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. ওমর ফারুক, শহর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. ফখরুল হাসান লাভলু, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ মুহতামিম। এসময় জেলা ও শহর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর বলেন, পৃথিবীর যত ভালো কাজ তার মধ্যে উত্তম হলো শহীদ হওয়া। লড়াই শুরু হয়েছে, এ লড়াই চলবে। যে দিন মৃত্যু চলে আসবে সেদিন দুনিয়ার রাষ্ট্র, বাড়ি, গাড়ি কোন কিছুই কাজে আসবে না। তাই আসুন আমাদের গোটা শরীর, জীবনকে আল্লাহর পথে সপে দেয়।