মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ সাতক্ষীরা): আসুন আমরা শীতার্তদের পাশে দাঁড়াই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতিম, অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন আমিনুল- আশরাফ ফাউন্ডেশন । গত বৃহস্পতিবার (১৬ই – জানুয়ারি) বেলা ১০ টার সময় রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ আমিনুল ইসলাম ও তার ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামের নিজস্ব বাসভবন চত্বরে প্রায় ৬ শতাধিক শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব মাহবুবুর রশিদ মুকুলের সঞ্চালনায় এবং কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা প্রাক্তন অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আতাউর রহমান, শিক্ষক মোহাসিন, রতনপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আজাদুর রহমান, দলিল লেখক আব্দুল খালেক, জহিরুদ্দীন, মতিয়ার রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করলে সাধারণ অসহায় গরীব মানুষ উপকৃত হবে। আত্ম মানবতা সেবায় আত্মনিয়োগ করা পরম এবাদত। বক্তারা বলেন প্রচণ্ড শীতে এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো বস্ত্র কেনার সামর্থ্য নাই। তাই সামর্থ্যবানদের উচিত এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।