আশাশুনির বুধহাটা যুব বিভাগের কমিটি গঠন, সভাপতি-অলিউর,সম্পাদক-আমিরুল মনোনীত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বুধহাটা ইউনিয়ন দলীয় কার্যালয়ে এক যুব সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ অলিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারী মাওলানা রবিউল ইসলাম,যুব বিভাগের উপজেলা সেক্রেটারী মোঃ আজহারুল ইসলাম প্রমুখ। যুব সভা শেষে-২০২৫-২০২৬ সেশনের জন্য নিম্নোক্ত কমিটি গঠন করা হয়: সভাপতি মোঃ অলিউল ইসলাম,সহ-সভাপতি হাফেজ মহসিন শরীফ,সেক্রেটারি আমিরুল ইসলাম,সহকারী সেক্রেটারি শাহ আলম,অফিস সম্পাদক মোঃ আল-আমিন হোসেন,বায়তুলমাল সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত,প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মোঃ তোবারেক হোসেন।