রুহুল কুদ্দুস, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলায় উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অফিসে সাতক্ষীরা সদর উপজেলার উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারি ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সবুরে সভাপতিত্বে ও ডক্টর রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার নায়েবে আমীর শেখ নুরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সাবেক আমীর মাওলানা শাহাদাত হোসাইন, সদর উপজেলার আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম, মোসলেম আলী, মাওলানা রমজান আলী সহ সদরের ১৪টি ইউনিয়নের উলামা দায়িত্বশীলবৃন্দ।