আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার প্রতাপনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতাপনগর ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মাঃ মোয়াজ্জাম হোসেন ও সেক্রেটারি মোঃ শহিদুল্লাহ নির্বাচিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল গফফার, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা। বিশেষ অতিথি মাওঃ নুরুল আবসার মোঃ মুরতাজা, অধ্যাপক মাঃ আব্দুল মান্নান, অধ্যাপক মাঃ আনওয়ারুল হক, মাওঃ মোঃ রিয়াছাত আলী, অধ্যাপক মোঃ শাহজাহান হোসেন, উপাধ্যক্ষ মাওঃ মোঃ অহিদুজ্জামান, আলঃ মাওঃ মোয়াজ্জাম হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।