ঢাকাSunday , 12 January 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ

news_admin
January 12, 2025 2:48 pm
Link Copied!

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট-২৪ নিহতদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় নির্দেশনা বাস্তবায়নে কবর থেকে লাশ তুলতে দায়িত্ব প্রাপ্তরা প্রতাপনগর গমন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হাসানুজ্জামান, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ প্রসূন কুমার মন্ডল,আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ ওয়াদুদ নিহতদের বাড়িতে উপস্থিত হন। এ সময় আন্দোলনে শহীদ পরিবার এবং তাদেররকে হত্যাকারী ও জনরোষে নিহতদের পরিবারের সাথে কথা বলেন কর্মকর্তাবৃন্দ। নিহতদের পরিবার কারো মৃতদেহ উত্তোলনে সম্মত নয় মর্মে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। এ সময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী,ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওঃ ওহিদুজ্জামান,সেক্রেটারী আলামিন হোসেন,বিএনপি সভাপতি আক্রুতাজ্জামান ও ইউপি সদস্যবৃন্দসহ এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।