মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাছাইকৃত সাথীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১১ ই জানুয়ারি (শনিবার) সকাল ৮:৩০ মিনিটে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি জুবায়ের হোসেন এর সঞ্চালনায় এবং জেলা সভাপতি ইমামুল ইসলাম এর সভাপতিত্বে, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা শহর সভাপতি জিয়ারুল ইসলামের দারসের মাধ্যমে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার অফিস সেক্রেটারি মাওঃ রুহুল আমিন।
প্রধান অতিথি রুহুল আমিন সাথীদের উদ্দেশ্যে ,ইসলামী আন্দোলনের গুরুত্ব, বাইয়াতের তাৎপর্য , ইসলামী আন্দোলনের জন্য সাহাবীদের ত্যাগ ও নজরানা, সাতক্ষীরার শহীদদের শাহাদাত হওয়ার করুন কাহিনী এবং ব্যক্তিগত জীবনে ইসলামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া তিনি ৫ ই আগস্ট পরবর্তী সময়কে কাজে লাগিয়ে সকল ছাত্রের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করেন।