স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গরুহাট নামক স্থানে পানি ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, ঘটন এটি ১০ই জানুয়ারি (শুক্রবার) আনুমানিক বিকাল ৫ টা দিকে শিশুটি গরুহাট গ্রামের রেজাউল ইসলামের তিনটি সন্তান দুইটি মেয়ের পরে ছেলে রিফাত হোসেন (৩) ।শিশুটির চাচা বিশিষ্ট ফিড ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান বিকালে রিফাতকে বাড়িতে না পেয়ে অনেক খোজাখুজির পরে তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়, তখন তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার শিশুটি পরিবার সহ ওই এলাকায় শোক নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।