কলারোয়া প্রতিনিধি:কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে উপশাখা টিম সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) কলারোয়া আলিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে উপজেলা যুব বিভাগের সেক্রেটারী শরিফুজ্জামান মিঠুর সঞ্চালনায় ও সভাপতি শামছুল আলম বুলবুল এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সম্মানিত সহ: সেক্রেটারী ও যুব বিভাগের জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক, জেলা সহঃ সেক্রেটারী মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারম মাওলানা ওমর আলী, জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার সম্মানিত আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহঃ সেক্রেটারী ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর প্রফেসর আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল হামিদ, উপজেলা সহঃ সেক্রেটারী প্রিন্সিপাল আশফাকুর রহমান বিপু, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আসাদুজ্জামান ফারুকী, কেরালকাতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা ইয়াছিন আরাফাত,
যুব বিভাগের থানা সহসভাপতি আসাদুজ্জামান রোমেল,যুব বিভাগের থানা সেক্রেটারী শরিফুজ্জামান মিঠু, সহ:সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তামজিদ হোসেন, টিম সদস্য ইমামুল ইসলাম প্রমুখ।