ইসলামকাটি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকাটি ইউনিয়নে উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বাদ মাগরিব সুজনশাহ শাহী জামে মসজিদে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জি এম বাহাউদ্দীন সভাপতিত্বে এবং ইউনিয়ন তারবিয়াত সেক্রেটারী মোঃ মাছুম বিল্লাহর সঞ্চালনায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য মাস্টার আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শুরা সদস্য শেখ নুরুল ইসলাম।
উল্লেখ্য, ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের করণীয় ও বর্জনীয় বিষয়ক বাৎসরিক পরিকল্পনা পেশ করা হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলা হয় পরিকল্পনা আলোকে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে।