নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহরের মেঝোমিয়ার মোড়ে ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন।
৫নং ওয়ার্ড বিএনপির সদস্য হাফিজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ কামরুজ্জামান কামু,সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদুল হক মুন্না, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাগর খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রফেসর মিলন, ৫নং ওর্য়াড বিএনপির সদস্য আব্দুল মাজেদ,হারুনার রশীদ, জাহাঙ্গীর ইসলাম, মিজানুর রহমান,শাহাজানসহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন,ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। বিগত সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলা মামলা করে নির্যাতন করেছিলো আওয়ামী লীগ সরকার। প্রতিটি ওয়ার্ডে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বক্তারা আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সেগুলো প্রতিটি ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেন।