ঢাকাFriday , 10 January 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আইন শৃংখলা বিষয়ক সচেতনতা সৃ্ষ্টিতে আশাশুনি পুলিশের বিশেষ মহড়া

news_admin
January 10, 2025 3:19 pm
Link Copied!

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি উপজেলা প্রতিনিধি।। আশাশুনি থানা পুলিশ আইন শৃংখলা রক্ষা ও সাধারণ নাগরিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে বিশেষ মহড়া প্রদর্শন করেছে। শুক্রবার(১০ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ মহড়া প্রদর্শন করা হয়। আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম জিপ ও মোটর সাইকেল যোগে আশাশুনি সদর,বুধহাটা ও কুল্যা ইউনিয়নের বিভিন্ন সড়কে মহড়া দেয়। এ সময় সচেতনতা মূলক প্রচার চালানো হয়। এ ছাড়া বিশেষ বিশেষ বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে থেমে জন সাধারণের সাথে মতবিনিময় এবং দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়। ওসি নোমান হোসেন বলেন,ডিআইজি ও এসপি স্যারের নির্দেশনা ও পরামর্শ মত আমরা থানার সার্বিক আইন শৃংখলা রক্ষায় মাঠে আছি। জনসচেতনতা সৃষ্টি এবং সকলের সহযোগিতা নিয়ে জানমালের নিরাপত্তার পাশাপাশি অপরাধ দমনে কাজ করতে চাই। মদ,জুয়া,অসামাজিক কর্মকান্ড জিরো টলারেন্স দেখতে চাই। বেকার ও যু্ব সমাজকে বিকালে অপরাধের ধারে কাছে ঘেষতে না দিয়ে খেলাধূলা,সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে আনতে হবে। সন্ধ্যার সাথে সাথে বাড়িতে নিয়ে পড়ালেখা ও বাড়ির কাজে ব্যস্ত রাখার ব্যবস্থা করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।