কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। আজ ০৯ জানুয়ারি সকাল ৭টার সময় কালিগঞ্জ শহরের মোসলেমের হাটখোলায় ৩০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।কুশুলিয়া ইউনিয়ন সভাপতি জনাব আব্দুর রশিদ ঢালির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সন্মানিত সেক্রেটারি জননেতা মাওলানা আজিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব আফতাব উদ্দীন, ড.মিজানুর রহমান,সমাজ সেবক শেখ আলমগীর হোসেন,হাফিজুর রহমান,জামায়াত নেতা আব্দুর রহিম ও নজিবর রহমান প্রমুখ।প্রধান অতিথি বলেন, জামায়াতের পক্ষ থেকে এটা আপনাদের জন্য সামান্য উপহার। দেশব্যাপী আমাদের এমন কর্মসূচি অব্যাহত।উচিত ছিল রাষ্ট্রের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিন্তু রাষ্ট্র এটা করতে ব্যর্থ হয়েছে। একমাত্র ইসলামি রাষ্ট্রের পক্ষে এটা সম্ভব। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আগামীতে এমন একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য আমদের সর্বাত্মক চেষ্টা করতে হবে।