দেবহাটা প্রতিনিধিঃ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”এই স্লোগান কে সামনে রেখে ,দেবহাটা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে প্রথম উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মহিউদ্দিন সিদ্দিকী,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা দ্রুতি মন্ডল৷, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র-জনতার উপজেলা সমন্বয়ক তানভীর আহমেদ, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়জুল ইসলাম ছাড়াও বিভিন্ন ইউনিয়নের পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।