আশিকুর রহমান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। সভাপতির বক্তব্যে আরিফুজ্জামান সমাজসেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “যদি কেউ ১৮ বছরের নিচে কোনো অপরাধ করে এবং তা প্রমাণিত হয়, তাকে জেলে প্রেরণ করা যাবে না। তার জন্য শিশু সংশোধন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা রয়েছে।”
তিনি আরও জানান, শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের অধীনে ৪৪টি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় প্রতি বছর ৩৪,৭৫৩ জন মানুষকে বিভিন্ন ভাতা বাবদ ২৬ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।