আশাশুনি প্রতিনিধি:- ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আশাশুনিতে র্যালি, আলোচনা সভা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২রা জানুয়ারি) বেলা ১১টা আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং আশাশুনিতে কর্মরত সকল এনজিও’র সহযোগিতায় উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রসুন কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা বিএনপি আহয়বাহক সম হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়েতে ইসলামী আমীর নূরুল আফছার মোর্তজা। এসময় আরো বক্তব্য রাখেন, ইএসডিও কর্মকর্তা মাসুকুল ইসলাম, বারসিক কর্মকর্তা আসাদুল ইসলাম, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড়, ফ্রেন্ডশীপের হামিদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টা মোস্তাফিজ, জেজেএসের আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ র্যালি ও বেলুনফেস্টুন উড়ানো শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।