ভোমরা (সাতক্ষীরা) প্রতিনিধি: গত ৩১ ডিসেম্বর ২৪ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকার প্রথম পৃষ্ঠায় “ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ’র বিরুদ্ধে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ, দেখার কেউ নেই” শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে এবং সি এন্ড এফ’র বিরুদ্ধে যেসব তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রনোদিত এবং প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
প্রকৃতপক্ষে, পূর্ব থেকেই যথার্থ পার্কিং ব্যবস্থা না থাকায় স্থলবন্দরে দীর্ঘদিন ধরে যানজট থাকার কারণে একদিকে এক্সপোর্ট ও ইনপোর্ট দারুনভাবে ব্যাহত হচ্ছে, যাতে রাজস্ব আয়ও কমে যাচ্ছে। অন্যদিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন, র্যাব-৬ (সিপিসি-১) সহ বর্ডার এলাকায় সকল প্রশাসনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দারুনভাবে বাধাগ্রস্থ হচ্ছিল। এজন্য প্রশাসন থেকেও সিএন্ডএফকে বার বার বন্দরে যানজন নিরসন করে রাস্তাটি ফাঁকা রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।
এমতাবস্থায়, এসোসিয়েশনের সিদ্ধান্ত ও বন্দর সংশ্লিষ্টদের অনুরোধে পরিবেশবান্ধব পার্কিং ব্যবস্থা করা হয়, যে কারণে বর্তমানে স্থলবন্দরটিতে এক্সপোর্ট সুবিধা ও রাজস্ব আয় বৃদ্ধি হয়েছে এবং রাস্তাগুলোতে চলাচলের পরিবেশ ফিরে এসেছে। এই পার্কিংএ মাত্র ৫০টাকা থেকে সকল খরচ বহন কর হয় যার মধ্যে থেকে জায়গা ভাড়া ১৫ টাকা দেওয়া হয় । কিন্তু এতকিছুর পরও এই সুন্দর ব্যবস্থাপনায় ২/৩জন কুচক্রীমহলের গাত্রদাহ হয়েছে। উক্ত উদ্দেশ্যপ্রনোদিত প্রতিহিংসার তথ্য সরবরাহ করা খবরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সভাপতি ও সাধারণ সম্পাদক
ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন
ভোমরা, সাতক্ষীরা