দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল, দেবহাটা থানার এসআই আদনান বিন আজাদ, জামায়াত নেতা জিয়াউর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, সহকারী শিক্ষা অফিসার মুনির আহম্দে, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা। সভায় সিদ্ধান্ত হয় রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ থাকবে। মৎস্যঘেরের পাশের রাস্তা থাকলে ভেড়ি দিতে হবে। অবৈধ বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। রপ্তানি শিল্প পুষ ও মাদক বন্ধে ভ্রাম্যমান আদালত সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধিতে তদারকি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।