তৌফিক ,সাতক্ষীরা থেকে: সাতক্ষীরা সদর খানপুর আলিম মাদ্রাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ সাহেব অনুষ্ঠানের প্রধান অতিথি পীরজাদা মহসেন আল মঞ্জুর শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
মাওলানা দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা নজরুল ইসলাম সাহেব,খতিব খানপুর মাদরাসা জামে মসজিদ মোঃ শাহাদাত হুসাইন খানপুর মাদ্রাসার অবিভাবক সদস্য, , ডাঃ ওয়াজেদ আলী, ,মাদরাসার পরিচালক, আবুল কাশেম বিশিষ্ট ব্যবসায়ী, মিজানুর রহমান মাদ্রাসার অবিভাবক সদস্য, মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ ইউনিয়ন যুব বিভাগের সহ সভাপতি, । এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষকরা বক্তব্য রাখেন।