এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনা বাহিনীর মেজর মারুফ,সহকারী কমিশনার (ভূমি)রাশেদ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার,সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী,মাওঃ আবু বক্কর সিদ্দিক,রুহুল কুদ্দুছ,এম এম হোসেনুজ্জামান,মাহবুবুল হক ডাবলু,দিপংকর বাছাড় দিপ,আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক,শিক্ষক আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মহেশ্বরকাটি মৎস্য সেটে সওজ এর জমিতে ছাবড়া দোকান বেঁধে ব্যবসাকারী ৬ জনকে উচ্ছেদের ষড়যন্ত্র,পয়ঃ নিস্কাশনে সমস্যা হতে পারে এমন খাল ডিসিআর না দেওয়া,সড়কের পাশের ঘের মালিকদের সড়কে মাটি দেয়া,মোবাইলে খতিকর খেলায় জড়িয়ে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টিকারীদের রুখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একইদিন উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনা বাহিনীর মেজর মারুফ,সহকারী কমিশনার (ভূমি)রাশেদ হোসাইন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর সিদ্দিক,এম এম হোসেনুজ্জামান, মাহবুবুল হক ডাবলু,দিপংকর বাছাড় দিপসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবস্থা সম্পর্কে ও উন্নয়ন মূলক কাজ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।