ঢাকাSunday , 8 December 2024
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

news_admin
December 8, 2024 11:10 am
Link Copied!

মোঃ হারুন -উর-রশিদ,কলিগঞ্জ

কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা সুলতানপুর গ্রামে ৮ ডিসেম্বর (রবিবার) সকাল ৭ ঘটিকার দিকে পানিতে ডুবে আয়ান তোহা নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সুলতানপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে রাজমিস্ত্রি শেখ আতিকুর রহমানের ২ বছর বয়সের একমাত্র পুত্র আয়ান তোহা।আয়ান তোহার বড় চাচা খালেক মাসুদ বলেন, তোহা প্রতিদিন সকালে তার দাদার সাথে চা-বিস্কুট খেতে বাজারে যেতেন। আজ যখন তোহার দাদা বাজার থেকে বাড়ি ফেরে তখন সাথে কেউ ছিলো না, শোনাবোঝা করলে তিনি বলেন আমি একা গিয়েছিলাম বাজারে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠান পুকুরের দিকে গেলে তোহাকে সানের পাশে উল্টা হয়ে ভাসতে দেখি। পরে তোহাকে নিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তোহার দাদা শেখ আজিজুর রহমান বলেন, আমার দাদুভাই প্রায়ই আমার সাথে চা-বিস্কুট খেতে বাজারে যেতো। আজও যদি আমার সাথে যেতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না।
আয়ান তোহার পিতা শেখ আতিকুর রহমান কাজের উদ্দেশ্যে শরীয়তপুর অবস্থানকালে এ ঘটনাটি ঘটেছে। পরিবারের সদস্য ও এলাকাবাসী এ অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।