ঢাকাSaturday , 23 November 2024
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা

কালিগঞ্জে লক্ষ টাকার ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

news_admin
November 23, 2024 3:24 am
Link Copied!

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ; সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে লক্ষ টাকার ৮ দলীয় চেয়ারম্যান কাপ ২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে ২২ নভেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় খুলনা মাসুম ফুটবল একাডেমির বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছে মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব। জয়ী দলের পক্ষে ৪ নম্বর জার্সি পরিহিত মেহেদী গোলটি করেন। খেলা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য মোঃ নাসির উদ্দিন, সহকারি হিসাবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, মিজানুর রহমান, মুর্শীদ এলাহী বাবু ও ম্যাচ কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। ঐতিহ্যবাহী ৬নং নলতা ইউনিয়ন বিএনপি-এর আয়োজনে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন অনুজা মন্ডল কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার , অমিত কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি), মোঃ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কালিগঞ্জ থানা, মোঃ আজিজুর রহমান পাড়, চেয়ারম্যান ৬নং নলতা ইউনিয়ন পরিষদ, রফিকুল ইসলাম খোকন, সভাপতি নলতা ইউনিয়ন বিএনপি ও প্রধান অতিথি সাতক্ষীরা ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম ভার্চুয়ালী যুক্ত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, শিক্ষক ও নলতা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় একমাত্র গোলদাতা মেহেদী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

আগামী ২৫ নভেম্বর (সোমবার) টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় যশোর বাঁকড়া ফুটবল একাডেমির মুখোমুখি হবেন কালিগঞ্জ পাইলট ফুটবল ক্লাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।