দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি আবু হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা। সোমবার সন্ধ্যায় পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে দেবহাটা শাখার উদ্যোগে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান জেলা জামায়াতের আমীর আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী মাওলানা এইচএম ইমদাদুল হক। সেখানে উপস্থিত ছিলেন হাসান গ্রæপের চেয়ারম্যান ও আবু হাসানের পিতা রফিকুল ইসলাম। উল্লেখ্য যে, গত শনিবার (২৬ অক্টোবর) ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পারুলিয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন