আব্দুর রাজ্জাক : নতুন বছরের প্রথম দিনে আশাশুনি উপজেলার বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় এ বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা শাকিলা খানমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহিনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহজাহান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.টি.এ সভাপতি আহসান হাবীব। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক তাইজুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন, শিক্ষিকা জেসমিন আরা,শিক্ষিকা তাসলিমা পারভীন, শিক্ষিকা জাহানারা খাতুন, শিক্ষিকা রোজিনা খাতুন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।