পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার প্যাকেজ বিতরণ হয়েছে। ১০ মার্চ সোমবার বিকাল ৪ঃ০০ টায় পাটকেলঘাটা সোনামণি স্কুলে এ ইফতার প্যাকেজ বিতরণ করা হয়। নবজাগরণ ফাউন্ডেশন এর আহ্বায়ক মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার প্যাকেজ বিতরণ করেন তালা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাসুদুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা এসএম রেজাউল করিম, উপদেষ্টা আলহাজ্ব আনোয়ার খাঁ, দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন, ব্লাড ব্যাংকের পরিচালক মেহেদী হাসান বাবু, নবজাগরণ ক্লিন পাটকেলঘাটা সম্পাদক মোহাম্মদ রাজন হোসেন, পাঠাগার সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, জনাব ফরিদ হাসান জুয়েল প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ আরাফাত, কার্যকরী সদস্য হাবিবুর রহমান প্রমূখ। এ সময় ৫০ টি পরিবারের মাঝে এক কেজি ছোলা এক কেজি মুড়ি এক কেজি চিনি এক কেজি চিড়া ও ৫০০ গ্রাম খেজুর দিয়ে প্যাকেজ বিতরণ করা হয়।