সাতক্ষীরা সংবাদদাতা: দৈনিক নয়াদিগন্ত পত্রিকার তালা উপজেলা সংবাদদাতা ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সেক্রেটারী ইয়াছিন আলী সরদারের মাতা রহিমুন নেছার মৃত্যুতে গভীর শোক জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
৯ জানুয়ারী গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে মরহুমা রহিমুন নেছার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতারা বলেছেন, মরহুমা রহিমুন নেছা একজন গুণিজন ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি অসংখ্য ভালো কাজ করে গেছেন। মহান আল্লাহ তায়ালা মরহুমা রহিমুন নেছার জীবনের ভুলভ্রান্তি ক্ষমা করে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে। বার্ধক্যজনিত কারণে ৯০ বছর বয়সে ৩ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন। বৃহষ্পতিবার ভোর ৪টার দিকে পাটকেলঘাটা বাজার সংলগ্ন নিজ বাসভবনে তিনি ইন্তিকাল করেন।
বৃহষ্পতিবার (৯ জানুয়ারী) পাটকেলঘাটা পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মসজিদের সামনে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার ছেলে ইয়াছিন আলী সরদার।
জানাজা পূর্ব শোক সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও ডা.মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী,মরহুমার স্বজন, মাষ্টার নেছার আলী, নজরুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, বগা সিনিয়র মাদ্রাসার শিক্ষক, মাওলানা আফসার উদ্দীন,পাটকেলঘাটা আলামিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম রাজুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।