ঢাকাMonday , 6 January 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জলবদ্ধতা নিরশনে কালিগঞ্জের বিলগুল্লি এলাকার নালা (বারো পিট) কাজের শুভ উদ্বোধন

news_admin
January 6, 2025 4:15 pm
Link Copied!

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ,
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (সোমবার ৬ জানুয়ারি) বিকাল ৫ টায় সাদপুর ব্রাক অফিস সংলগ্ন বিলগুল্লিতে সাদপুর খামারপাড়া নারায়ণপুর বিলগুল্লি বিলের পানি নিষ্কাশন নালা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় স্বল্প পানি চাহিদা সম্পন্ন ফসল আবাদে পানি নালা (বারো পিট) কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার শফিউল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ভাড়াসিমলা ইউপি মেম্বার আব্দুল কাদের, মেম্বার রেজাউল ইসলাম, সাংবাদিক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, কৃষক শাহীন ও আব্দুল হালিম প্রমূখ অনুষ্ঠানে স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ষার সময় এলাকার জলবদ্ধতা নিরসনে ও মিষ্টি পানি আটকে মিষ্টি পানির মাছ চাষ ও বোরো ধান চাষ করার লক্ষ্যে এই নালা খুনন করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বলেন এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের দাবির প্রেক্ষিতে নালা খননের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে প্রায় দেড় কিলোমিটার ব্যাপী নালা খনন করা হবে। খালটি খনন হলে এলাকার প্রায় সাড়ে ৩০০ বিঘা জমির ফসল উৎপাদনে কৃষকরা উপকৃত হবে এবং সাদা মাছের চাষের সুবিধায় আসবে। সরকারি খরচে এই নালা খালটি ৮ ফিট গভীর ও ১২ ফিট চওড়া করে স্থানীয় শ্রমিক ও কৃষকরা কাটবে । উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন নালাটি কাটা হলে চাষাবাদের পাশাপাশি এলাকার জলবদ্ধতা নিরসনে এলাকাবাসীর ও কৃষকদের ব্যাপক উপকারে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।