ঢাকাSaturday , 25 January 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার ধুলিহরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট পুরুস্কার বিতরণী ও সম্মাননা স্মারক প্রদান

news_admin
January 25, 2025 1:39 pm
Link Copied!

রুহুল কুদ্দুস, ধুলিহর: “সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ধুলিহরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, পুরুস্কার বিতরণী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ – জানুয়ারি) সকাল ৯:৩০ টার সময় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, ৮ নং ইউনিয়ান জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম। ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় নক আউট পর্বের এ খেলায় অংশগ্রহণ করেন, ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ব্যতীত বাকি ৮ টি ওয়ার্ড।
টুর্নামেন্টে প্রতি ম্যাচ ৬ ওভার করে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন ১ নং ওয়ার্ড যুব একাদশ অর্থাৎ জিয়ালা, বাগডাঙা, বড়দল ও দামারপোতা গ্রাম এবং ৯ নং ওয়ার্ড যুব একাদশ চাঁদপুর গ্রাম।
গৌরবময় চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের সৌভাগ্য লাভ করে ৯ নং ওয়ার্ড যুব একাদশ অর্থাৎ চাঁদপুর।টসে জিতে ব্যাট করতে নেমে ৯ নং ওয়ার্ড চাঁদপুর নির্ধারিত ৬ ওভারে ১০৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১ নং ওয়ার্ড মাত্র ৫৭ রান করে।
টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন চাঁদপুরের হামিদুর রহমান ফয়েজ।
আব্দুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সহকারি সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী,সদর উপজেলার নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর,সদর যুববিভাগের আমির মাওলানা রবিউল ইসলাম,সেক্রেটারি আশরাফুল আলম বুলু,হযরত আবু বকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কাবিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বিলালী,হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ওসমান গনি, ৮নং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আশরাফুজ্জামান খোকন,ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ ওয়াদুদ, ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার মল্লিক, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু তাহের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম সহ প্রতিটি ওয়ার্ডের যুব বিভাগের নেতা-কর্মীরা।
মোট ৭ ম্যাচের এ খেলায় মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকৃত আম্পায়ার ওয়াহেদুজ্জামান শামীম সানা এবং ফজলুল করিম। সমুগ্র খেলায় ধারাভাষ্য প্রদান করেন মোঃ শামীম হোসেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।