ঢাকাSaturday , 25 January 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে বন্ধন হসপিটালের শুভ উদ্বোধন

news_admin
January 25, 2025 1:46 pm
Link Copied!

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি: গ্রাম হবে শহর এই প্রতিপাদ্যর বাস্তব প্রতিফলনের প্রচেষ্টা এবং গ্রামীন জনপদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে কৃষ্ণনগর বাজারে বন্ধন হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে।সেবা নিন” সুস্থ থাকুন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে হসপিটালটির উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে, বন্ধন গ্রুপের নির্বাহী পরিচালক ও বন্ধন চিকিৎসালয়টির প্রধান নির্বাহী আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। হাফিজুর রহমান শিমুল ও আবু আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস , উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন , কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ মৃধা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওঃ মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সা়ংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন, সমাজ সেবক মোঃ আব্দুল আজিজ গাইন, মাস্টার রফিকুল ইসলাম, আমিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, বন্ধন সংস্থার কর্মকর্তা ককর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভা শেষে কৃষ্ণনগর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধন হসপিটাল চত্বরে ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। সবশেষে মাওলানা সিদ্দিক হাসানের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম সমাপ্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।