মামুন হোসেন, নিজস্ব প্রতিনিধি,
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ) দুপুর আনুমানিক ১২টার দিকে সাতক্ষীরা ত্রিশমাইলে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিনেরপোতা এলাকায় পরিবহনের সাথে মালবাহীভ্যানের ধাক্কা লাগে , ঘটনাস্থলে ভ্যান চালক আমানুল্লাহ (৬৫) নিহত হন। তার বাসা সাতক্ষীরা সদরের তালতলা গ্রামে। ঘটনা স্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইনস্পেক্টর নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহন সাতক্ষীরা দিক থেকে আসা মালবাহীভ্যানের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আমানুল্লাহ নিহত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।