July 29, 2019
রোহিঙ্গাদের নাগরিকত্ব অথবা আলাদা রাষ্ট্র দিন
![]() আলোর পরশ নিউজ: রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের জন্য মিয়ানমার সরকারের ওপর নতুন করে চাপ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, হয় রোহিঙ্গাদের নাগরিকত্ব দিন নতুবা তাদের আলাদা রাষ্ট্র গঠনের সুযোগ দিন। বর্তমানে তিনি তুরস্ক সফরে রয়েছেন। সেখানেই তুর্কি বার্তা সংস্থা আনাদলুকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান মাহাথির। সাক্ষাৎকারে আধুনিক মালয়েশিয়ার এই কারিগর বলেন, মিয়ানমারের উচিৎ রোহিঙ্গাদের নাগরিক হিসেবে দেখা। অন্যথায় দেশটির উচিৎ রোহিঙ্গাদের নিজেদের রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করা। ড. মাহাথির মোহাম্মদ আরো বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা মালয়েশিয়ার নেই। কিন্তু মিয়ানমারে যেভাবে হত্যাযজ্ঞ বা গণহত্যা ঘটছে, তার প্রেক্ষিতেই মালয়েশিয়া-এর বিরোধিতা করছে। তিনি জানান, এক সময় ভিন্ন ভিন্ন অনেকগুলো অঙ্গরাজ্য নিয়ে মিয়ানমার গড়ে উঠেছে। কিন্তু বৃটিশরা মিয়ানমারকে একটি রাষ্ট্র হিসেবে শাসন করার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই মিয়ানমারে বিভিন্ন উপজাতিগোষ্ঠী এক মিয়ানমারের ভিতর অঙ্গীভূত হয়। কিন্তু এখন তাদের নাগরিক হিসেবে দেখা উচিত। অথবা তাদের নিজেদের আলাদা রাষ্ট্র গঠন করতে দেয়া উচিত। |
|
সম্পাদক র্কতৃক প্রকাশিত |
e-mail: alorparosh@gmail.com- -- |