June 2, 2018
কালের চিত্রের সিনিয়র সাংবাদিক রবিউলকে শ্রমিক লীগ নেতার মারপিট

‘ছবি তুলছিস ক্যান’ বলেই সাংবাদিককে মারধর
সাতক্ষীরা প্রতিনিধি। ‘এই ছবি তুলছিস ক্যান’ হুংকার ছেড়েই তিনি ঝাঁপিয়ে পড়লেন একজন সাংবাদিকের ওপর। তাকে কিল চড় ঘুষি মেরে নিজেই কেড়ে নিলেন তার মোবাইল ও ক্যামেরাটি। পরপরই কয়েকজন শ্রমিককে ডেকে সাইফুল করিম সাবু বললেন ‘একে আরও ভালো করে বানান দে’।
শনিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে শহরের বাস টার্মিনাল এলাকায় । এ সময় বাস মিনিবাস মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জেলা প্রশাসক প্রতিনিধি এনডিসি এবং পুলিশ সদস্যরা উপস্থিত হন। এনডিসি চলমান বিরোধের বিষয়টি নিয়ে রোববার জেলা প্রশাসকের সাথে বৈঠকের জন্য দুইপক্ষকে আহবান জানান । এর আগে মালিক সমিতির সভাপতির চেয়ারে খেয়ালখুশী মতো বসে পড়েন শ্রমিক লীগ সভাপতি সাইফুল করিম সাবু। তিনি চেয়ারে বসে নাটকীয় ভঙ্গিতে নানা কথা বলছিলেন। এ অবস্থা প্রত্যক্ষ করেন মালিক সমিতির বর্তমান সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। তার সমর্থকরা এর প্রতিবাদ করতে শুরু করেন। অবস্থা বেগতিক দেখে সাইফুল করিম সাবু চেয়ার ছেড়ে উঠে যান। ওই মূহুর্তে সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এসব ঘটনার ছবি ধারন করতে থাকেন । এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাইফুল করিম সাবু। তিনি নিজ হাতে রবিউল ইসলামকে মারধর করে ধরাশায়ী করেই ক্ষান্ত হননি। তার অনুগত শ্রমিকদের ডেকে বলেন রবিউল ইসলামকে আরও পিটাতে। এতে পুলকিত হয়ে রবিউলের ওপর ঝাঁপিয়ে পড়েন আবু জাহিদ, মো. শাহজাহান, কালু, শওকত, ইব্রাহিম, ছোটবাবু, টাকবাবু, মিলনসহ বেশ কয়েকজন শ্রমিক। তারাও তাকে মারধর করে। পরে সাংবাদিক রবিউল অন্যান্য শ্রমিক ও পুলিশের সহায়তায় রক্ষা পান।
এ বিষয়ে সাইফুল করিম সাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন ‘মেরেছি তো। পারলে নিউজ করে দেন’।
সাবুর এই সন্ত্রাসী আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিকরা। তারা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --