April 1, 2023
সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের মৃত্যুতে সাতক্ষীরা জামায়তের শোক

আব্দুর রাজ্জাকের মৃত্যুতে সাতক্ষীরা জামায়তের শোক
সাতক্ষীরা প্রতিনিধি :-
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সদর উপজেলার সদস্য (রুকন) আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমীর মুহাদ্দীস রবিউল বাশার, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান শনিবার যৌথ শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তারা বলেন, মরহুম অব্দুর রাজ্জাক একজন ভাল মানুষ ছিলেন। তার প্রমাণ জানাযাতে শতশত মানুষের অংশ গ্রহণ। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
সাতক্ষীরা সদর উপজেলা জামায়তের প্রবীণ রুকন আব্দুর রাজ্জাক ৬৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তার পৈত্রিক নিবাস সদর উপজেলার ভাড়–খালি গ্রামের মৃত লোকমান গাজীর ছেলে। গত ৩১ মার্চ ২০২৩ ফজরের নামাজের পর, রোজারত অবস্থায় স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেন। মরহুমের জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের একমাত্র পুত্র মাওঃ রুহুল আমিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির শেখ নুরুল হুদা এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, আমলে জিন্দেগীর মাধ্যমে আখেরি মুক্তির জন্য ইসলামী দ্বীন কায়েমের বিকল্প নেই। পরে পারিবারিক করবস্থানে মরহুমের হাফন সম্পন্ন হয়।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --