February 14, 2019
মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে সাতক্ষীরায় ডিআইজি
জেলা পুলিশ সাতক্ষীরার আয়োজনে অদ্য ইং-১৪/০২/১৯ খ্রিঃ তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময় পুলিশ লাইন্স, সাতক্ষীরায় মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহম্মদ ইলতুৎ মিশ -এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দিদার আহম্মদ, পিপিএম, বিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ।

এছাড়াও সাতক্ষীরা জেলার সকল ইউনিট ইনচার্জ সহ পুলিশের বিভিন্ন পদবীর প্রায় ২০০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি মহোদয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে সকল পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান।

আলোচনাকালে পুলিশ সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারী দিয়ে বলেন যে, কোন পুলিশ সদস্য যদি এই তিনটি বিষয়ের সাথে আপোষ করেন তাহলে তাদের ও আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। রেঞ্জ ডিআইজি মহোদয় উল্লেখিত বিষয় ছাড়াও পুলিশের আভ্যন্তরীন বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --