January 1, 2019
সরকারী হিসাব মতে সাতক্ষীরা জেলায় ভোট দেয়নি ৩ লাখ ৯৮ হাজার ৩৩১ জন

আলোর পরশ নিউজ সাতক্ষীরা:   সরকারী হিসাব মতে  জেলার ৪টি আসনে মোট ভোটার ১৫ রাখ ৬০ হাজার ৪২৩ জন। এর মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন ১১ লাখ ৬২ হাজার ৯২ জন। ভোট প্রদান করেননি ৩ লাখ ৯৮ হাজার ৩৩১ জন। ভোট বাতিল হয়েছে ৬ হাজার ১৫১টি। জেলা রিটার্নিং অফিসারের দেয়া তথ্য মতে, সাতক্ষীরা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৩ জন। এ আসনে প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৮১০। এ আসনে ভোট বাতিল হয়েছে ১৯৩০টি। এ আসনে ৬৮ হাজার ২৬৩ জন ভোটার ভোট প্রদান করেননি।
সাতক্ষীরা-২ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ২৪৬ জন। এ আসনে ভোট দিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ১৭২ জন। ভোট প্রদান করেননি ১ লাখ ৬৮ হাজার ৭৪ জন। ইভিএমে ভোট হওয়ায় এখানে কোন বাতিল ভোট নেই।
সাতক্ষীরা-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৩৩৭জন। এখানে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ১১৮ জন। এ আসনে ভোট দেননি ৫৪ হাজার ২১৯ জন ভোটার। এ আসনে বাতিল হয়েছে ২২২০ টি ভোট।
সাতক্ষীরা-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৭৬৭ জন। এ আসনে ভোট দিয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯৯২ জন। ভোট দেননি ১ লাখ ৭ হাজার ৭৭৫ জন। এ আসনে ভোট বাতিল হয়েছে ২০০১টি। সব মিলিয়ে জেলায় মোট ৩ লাখ ৯৮ হাজার ৩৩১ জন ভোটার ভোট প্রদান করেননি বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --