September 20, 2018
শহীদ আলাউদ্দীন এর হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধব

আলোর পরশ নিউজ:

সাতক্ষীরা সদর উপজেলায় কদমতলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক ও আওয়ামীলীগ নেতা শহীদ স. ম আলাউদ্দীন এর হত্যাকারীদের দ্রত বিচার ও ফাসির দাবিতে মানববন্ধব ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কদমতলা বাজারস্থ বৈকারী সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে কদমতলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিল্লুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সেলিম হোসেন, সাংবাদিক খায়রুল ইসলাম, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, জেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর ইসলাম, বল্লী ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক শামীম আক্তার, আগরদাড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ-সভাপতি আক্তার হোসেন বয়াতী, আগরদাড়ি ইউপি সদস্য এরশাদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী হাসান, ইকরামুল কবির, আব্দুল হাকিম, আশিকুর রহমান, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আগরদাড়ি ইউনিয়নের কবিরুল ইসলাম, মোমিন, রবিউল ইসলাম, আবুল কালাম, বাবলু, খায়রুল, বাবুল, আসাদুল, আসারুল, সোহেল, শফিকুল, নুর ইসলাম, শাহীনুর, মিঠু, শওকত, জাহিদ, রফিকুল সহসকল পেশাজীবীবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, শহীদ স .ম আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গর্ব। তিনি ছিলেন ভোমরাস্থল বন্দরের প্রতিষ্ঠাতা, আধুনিক সাতক্ষীরার রুপকার। তিনি পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় কিছু দুস্কৃতিকারীদের গুলিতে নিহত হন। তাঁর বিচারিক কার্যক্রম এখনও চলমান। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন প্রায় শেষ পর্যায়ে। খুনিরা এখনও স্বোচ্চার রয়েছে যাতে করে স্বাক্ষীরা স্বাক্ষ্য দিতে না পারে। সমাবেশে বক্তারা খুনিদের খুজে বের করে দ্রুত বিচার কার্যকর ও ফাঁসির দাবি জানান। সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহন করে।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --