April 28, 2018
আইনের শাসনে এগিয়ে যাবার প্রত্যয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

সাতক্ষীরা প্রতিনিধি:   উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলেছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে পুরাতন জজ কোর্টের সামনে হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নতুন জজ কোর্ট ভবনে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম তালুকদার।
র‌্যালি শেষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম তালুকদার। সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক হোসনে আরা আক্তার, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সিভিল সার্জন ডা. তৈহিদুর রহমান, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভার) এম জাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক, আকম রেজওয়ান উল্লাহ ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার। সহকারি জজ ফারহা দিবা ছন্দা ও আয়শা আক্তার মৌসুমীর সঞ্চলনায় আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সুবিধা বঞ্চিত বিচারপ্রার্থী নাছিমা খাতুন, জেলা ব্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খান, বরসা’র এ্যাসিস্টান্ড ডিরেক্টর মো. নাজমুল আলম মুন্না, উত্তরণ প্রতিনিধি এড. মুনির উদ্দিন, এড. নাজমুন নাহার ঝুমুর। অনুষ্ঠানে সহযোগিতা ও অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি, উন্নয়ন সংগঠন উত্তরণ, সুশীলন, বরসা, ব্র্যাক, জিআইজেড, অগ্রগতি সংস্থা, সহায়, জাগরণী চক্র ফাউন্ডেশন, স্বদেশ, চুপড়িয়া মহিলা সমিতি, ওয়েভ ফাউন্ডেশন ও সার্বজনীন মানবাধিকার। আলোচনা সভা শেষে রক্ত দান কর্মসূচি এবং জনসচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত হয়।

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --