April 4, 2018
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ২৭ পিস স্বর্ণের বার জব্দ

সাতক্ষীরা সংবাদাতাঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২৭ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্ট থেকে উক্ত স্বর্ণের বার জব্দ করা হয়। তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টে এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারীরা স্বর্ণের বারের প্যাকেটটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্যাকেটটির ভিতরে তল্লাসী চালিয়ে ২৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ও মূল্য পরে জানানো হবে

More News


সম্পাদক র্কতৃক প্রকাশিত

e-mail: alorparosh@gmail.com- --